ঘটনাস্থলে পুলিশ
মেহেরপুর গাংনী উপজেলার চাদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের উপর থেকে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৬ জানুয়ারি) সকাল সাতটার দিকে স্থানীয় লোকজনের খবরের প্রেক্ষিতে গাংনী পুলিশের একটি টিম বোমা সাদৃস্য বস্তুগুলো উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে বোমা সাদৃশ্য বস্তুটি ৪টি রাস্তার উপর পড়ে থাকাতে দেখে। পাকা সড়কের উপরে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে ছিল।
বিষয়টি গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হলে গাংনী থানা পুলিশের একটি টিম গিয়ে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে। নির্বাচনের বিষয়ে আতংক সৃষ্টির লক্ষ্যে এগুলো রাখা হয়েছে বলে ধারণা পোষণ করছেন স্থানীয়রা।
বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারকারী গাংনী থানার এস আই দেবাশীষ অধিকারী জানান, কাল স্কচ টেপ দিয়ে মোড়ানে বোমা সাদৃশ্য বস্তু ৪টি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে।
এসআর