ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল

প্রকাশিত: ০৯:৩৫, ৫ জানুয়ারি ২০২৪

৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল

ফের চালু শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে শুক্রবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

এবি

সম্পর্কিত বিষয়:

×