ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সড়কে প্রতিবন্ধকতা, পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীকে ২৫০০ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৭:২১, ৩ জানুয়ারি ২০২৪

সড়কে প্রতিবন্ধকতা, পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীকে ২৫০০ টাকা জরিমানা

সামশুল হক চৌধুরী

রাস্তায় প্রতিবন্ধকতা করে চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংদের হুইপ সামশুল হক চৌধুরীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে পটিয়া পৌর সদরের গোবিন্দারখীল এলাকায় মানুষের চলাচলের পথে গণসংযোগের নামে
প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে স্বতন্ত্র প্রার্থী। এ সময় অসংখ্য লোক দুর্ভোগের শিকার হন। 

খবর পেয়ে সিনিয়র সহকারী কমিশনার  ও ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদসহ একদল পুলিশ দ্রুত ছুটে যায়। মানুষের চলাচল
রাস্তায় প্রতিবন্দ্বকতা সৃষ্টির বিষয়টি নিশ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পটিয়া সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া জনি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী নির্বাচনী প্রচারণার সময় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ সময় লোকজন দুর্ভোগের শিকার হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান নির্বাচন পর্যন্ত চলমান থাকবে।  

 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×