ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নির্বাচনী সহিংসতা রোধে সদা তৎপর থাকতে  হবে: বিজিবি মহাপরিচালক

প্রকাশিত: ১৭:০৫, ৩ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৭:২৯, ৩ জানুয়ারি ২০২৪

নির্বাচনী সহিংসতা রোধে সদা তৎপর থাকতে  হবে: বিজিবি মহাপরিচালক

নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শনের সময় সদস্যদের সঙ্গে বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিজিবিএম, বিএএম, এনডিসি, পিএসসি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো সহিংসতা ও নাশকতারোধে সদা তৎপর থাকতে হবে। বুধবার শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। 

বিজিবি মহাপরিচালক বুধবার (৩ জানুয়ারি) বিজিবির ঢাকা সেক্টরের আওতাধীন নির্বাচনী এলাকা শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবি'র নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারে তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। 
নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতারোধে বিজিবি'র প্রতিটি সদস্যকে সদা তৎপর থাকতে নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক।

মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসআর

×