ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

সীতাকুণ্ডে ঢাকাগামী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত 

সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:১৪, ৩ জানুয়ারি ২০২৪

সীতাকুণ্ডে ঢাকাগামী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত 

ঢাকাগামী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত 

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের শাপলা পেট্রোল পাম্পের পিছনে সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে।  

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। রেললাইনের জয়েন্ট এর বল্টু খুলে ভেঙ্গে যাওয়ার ফলে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এতে ইঞ্জিনের পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। 

আরও পড়ুন : চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার ইতালিয়ান পর্যটক

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে অনন্ত ৭০-৮০টি স্লিপার ট্রেনের চাকার সংঘর্ষে উপড়ে গেছে। এছাড়া যাত্রীরা বলেন, ট্রেনের ইঞ্জিনের লাগোয়া বগি লাইনচ্যুত হলেও খবর পাননি চালক। লাইনচ্যুত অবস্থায় ট্রেনটি অনেকটি পথ পাড়ি দেয়। জানা গেছে, সকাল ছয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলাল হাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর ঘটনাস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় দেখতে পান। তবে কী কারণে ঘটনা ঘটেছে, সেটি রেলওয়ে কর্তৃপক্ষ বলতে পারবে।

সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশনমাস্টার মোজাম্মেল হোসেন বলেন,দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ আছে।

তাসমিম

×