ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জামালপুরে সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত ৩

প্রকাশিত: ১৮:৫৪, ২ জানুয়ারি ২০২৪

জামালপুরে সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত ৩

হতাহতদের উদ্ধার করা হয়। 

জামালপুর সদর উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো দুইজন। 

মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মহব্বত আলী বলেন, ‘ভারুয়াখালী বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ড্রাম ট্রাক। এতে হতাহতের ঘটনা ঘটে। নরুন্দি তদন্ত কেন্দ্রের আইসি নূর মোহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে রয়েছেন।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×