ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নাশকতার তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

প্রকাশিত: ১৭:৪০, ২ জানুয়ারি ২০২৪

নাশকতার তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

নির্বাচন ঘিরে নাশকতার তথ্য দিলে তথ্যদাতাকে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার যশোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘যে বা যারা নাশকতা করবে কিংবা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যেই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এলাকা চিহ্নিত করেছি।’

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচন নিয়ে একটি পক্ষ নাশকতা চালানোর চেষ্টা করছে। যদি কেউ আমাদের কাছে এ ধরনের তথ্য দেয় তাহলে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়া হবে।’ তথ্যর ওপর ভিত্তি করে প্রয়োজনে এ পরিমাণ আরও বাড়ানো হবে বলেও জানান আইজিপি।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘যিনি তথ্য দিবেন তার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। যাতে তার নিরাপত্তা বিঘ্নিত না হয়।’

এসময় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এস

সম্পর্কিত বিষয়:

×