ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাজীপুরে শিশুকে ধর্ষণ, অতঃপর মাথা থেতলে হত্যা

প্রকাশিত: ২০:১০, ২০ ডিসেম্বর ২০২৩

গাজীপুরে শিশুকে ধর্ষণ, অতঃপর মাথা থেতলে হত্যা

প্রতীকী ছবি 

গাজীপুরের টঙ্গীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর এ হত্যার দুদিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর সৎ খালাতো ভাই জনি ও তার বাবা গ্রেফতার হয়েছেন।

জিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান জানান, টঙ্গীর মরকুন এলাকায় খালার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসে ওই শিশু।  দুদিন আগে ১৬ বছর বয়সের সৎ খালাতো ভাই জনি তাকে জঙ্গলে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে মাথায় ইট দিয়ে আঘাতের মাধ্যমে হত্যা করে জঙ্গলে বালু চাপা দেয়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করার পর জনি ও তার বাবাকে আটক করেছে পুলিশ। পরে জনির স্বীকারোক্তিতে বালুর নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
 
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এবি 

সম্পর্কিত বিষয়:

×