ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বাসে আগুন

প্রকাশিত: ১৭:১৪, ১৯ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামে বাসে আগুন

বাসে আগুন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বাদামতল এলাকায় আজ মঙ্গলবার ভোররাত ২টার দিকে থেমে থাকা বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) জর্জ চাকমা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাড়া নেওয়া। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে এটি ব্যবহৃত হয়। গতকাল রাতে কাজ শেষে চালক বাসটি পার্ক করে বাড়িতে যায়। তখন বাসটিতে আগুন দেওয়া হয়।

'কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে', বলে জানান তিনি।

এবি

সম্পর্কিত বিষয়:

×