
১৮ ডিসেম্বর দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৮ ডিসেম্বর দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর স্বাধীন দেশে দিনাজপুরে প্রথম গোর-এ-শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১ এর চেয়ারম্যান অ্যাডভোকেট এম. আব্দুর রহিম এমপি। দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জালালপুর গ্রামে এম আব্দুর রহিম এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি শফিকুল হক ছুটু, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ, সুব্রত মজুমদার ডলার, উত্তম রায়, রতন সিং, এনাম উল্ল্যাহ জ্যামীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তবে কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়ায় দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতা বিজয় শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার যথারীতি পালন করবে।