ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এবার পায়রায় ভিড়ল আরেকটি জাহাজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:১৯, ১৪ ডিসেম্বর ২০২৩

এবার পায়রায় ভিড়ল আরেকটি জাহাজ

পায়রায় ভিড়ল ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল। , ছবি: জনকণ্ঠ

এবার প্রথমবারের মতো পায়রায় ভিড়ল ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল। ‘এমভি মেঘনা হারমনি’ নামের মাদার ভেসেলটি মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পায়রা বন্দরের ইনার এ্যংকোরেজে ভিড়েছে। 
এর আগে মাদার ভেসেলটি ৪৩ হাজার ৭০০ মেট্রিকটন ওপিসি ক্লিংকার ও ১০ হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে ৯ ডিসেম্বর ভোরে পায়রা বন্দরের ফেয়ার ওয়েতে আসে। সেখানে আউটার এংকোরেজে ১৬ হাজার মেট্রিকটন লাইটারিংএর পরে ইনার এ্যাংকোরেজে আসে ভেসেলটি। পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান এ খবর নিশ্চিত করেন। 

আরও পড়ুন : গাজীপুরে ট্রেনে নাশকতা, ২৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু 

তিনি আরও জানান, আজ রাতে (১৪ ডিসেম্বর) মেঘনা গ্রুপের আরও একটি মাদার ভেসেল ৬০ হাজার ৫০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে পায়রায় আসছে।

টিএস

×