ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৬

প্রকাশিত: ১৪:১৯, ১১ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৬

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে বহদ্দারহাট নিরিবিলি আবাসিক হোটেল ও সিটি গেস্ট হাউস থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : যে ৬টি ভুল কমিয়ে দিচ্ছে আপনার স্মার্টফোনের আয়ু 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটকদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করে আদালতে পাঠানো হচ্ছে।

এবি 

×