ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

জলবায়ু ক্ষতি মোকাবিলায় বৈশ্বিক ও স্থানীয় তহবিল গঠনের দাবি

​​​​​​​স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ২১:২৯, ১০ ডিসেম্বর ২০২৩

জলবায়ু ক্ষতি মোকাবিলায়  বৈশ্বিক ও স্থানীয়  তহবিল গঠনের দাবি

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় তহবিল গঠনের দাবিতে মানববন্ধন

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বৈশ্বিক স্থানীয় তহবিল গঠনের দাবি কোনো খয়রাতি সাহায্য নয়, এটি আমাদের ন্যায্য অধিকার। তাই কোনো প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত নিরপরাধ মানুষের দায়িত্ব দায়ী দেশগুলোকে নিতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণে ন্যায্যতা কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ময়লাপোতা মোড়ে সোনাপোতা মাধ্যমিক বিদ্যলয়ের সামনে জলবায়ুর ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববির সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু। বক্তব্য দেন নারী কাউন্সিলর মাহমুদা বেগম, অ্যাওসেড কর্মকর্তা অধ্যাপক রেজিনা আখতার, অ্যাডভোকেট কামরুল জোয়ার্দ্দার, পরিবেশ সংগঠক জয়নাল আবেদীন বাবলু, কোস্টাল ভয়েসের সভাপতি সাংবাদিক আবু হেনা মোস্তফা জামান পপলু, সাধারণ সম্পাদক সাংবাদিক কৌশিক দে বাপী, বিএফইউজের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন, সাংবাদিক শেখ আল এহসান, দীপঙ্কর রায়, নাগরিক নেতা সরদার করিম হালিম, অ্যাওসেড সমন্বয়কারী মাহাবুবুর রহমান, সহকারী সমন্বয়কারী হেলেনা খাতুন প্রমুখ।

 

 

×