ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আল্লাহ-রসুলের কথা বলে ৫৩টি মোবাইল চুরি!

প্রকাশিত: ২১:২২, ১০ ডিসেম্বর ২০২৩

আল্লাহ-রসুলের কথা বলে ৫৩টি মোবাইল চুরি!

মোবাইল । প্রতীকী ছবি

ঝালকাঠি শহরের একটি মোবাইল ফোনের দোকানে অভিনব কায়দায় ৫৩টি মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, দোকানের মালিককে আল্লাহ-রসুলের কথা বলে অভিনব কায়দায় অচেতন করে ৫৩টি মোবাইল ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে গেছে ছদ্মবেশী এক ‘হুজুর’।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের আমতলা রোডের সারা টেলিকম নামের মোবাইল ফোনের দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক নাঈমুল হক সজিব বলেন, ‘সকাল ১১টার দিকে আমি প্রতিদিনের মতো দোকান খুলি। এসময় সাদা পাঞ্জাবী ও টুপি পরিহিত অজ্ঞাত এক হুজুর আমার দোকানে আসেন। তিনি আমার সাথে হ্যান্ডশেক করে বলেন, 'দোকান খুলে আগে আল্লাহ রসূলের নাম নিয়ে শুরু করতে হয়।' এরপর হুজুরে  দোয়া-মোনাজাত শুরু করেন। আমিও হাত তুলে মোনাজাত করি।’

তিনি বলেন, ‘কিন্তু মোনাজাতে হাত নাকের কাছে আনতেই আমি আস্তে আস্তে অচেতন হয়ে পড়ি। পরে আমাকে আশপাশের দোকানদাররা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরে দেখতে পাই আমার দোকানের ৪৮টি বাটন মোবাইল, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল, নগদ ১৮ হাজার টাকা নিয়ে পালিয়েছে পাঞ্জাবী ও টুপি পরিহিত ছদ্মবেশী ওই হুজুর।'

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. আবু হানিফ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই প্রতারককে আটকে অভিযান চলছে।
 

 

এবি

সম্পর্কিত বিষয়:

×