ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

জীববৈচিত্র্য রক্ষায় হাওরে অবস্থান

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১০:৫০, ১০ ডিসেম্বর ২০২৩

জীববৈচিত্র্য রক্ষায় হাওরে অবস্থান

বুল্লার হাওরে পরিবেশকর্মীদের অবস্থান

হবিগঞ্জে হাওরে কলকারখানা স্থাপনের কারণে জমির পরিমাণ কমছে, দূষিত হচ্ছে- মাটি, পানি, বাতাস। এছাড়া হাওরের বুক চিরে যত্রতত্র সড়ক নির্মাণ করে পানি প্রবাহ বাধাগ্রস্ত করে পরিবেশ-প্রতিবেশ ও প্রকৃতির মারাত্মক ক্ষতি করা হচ্ছে। কমছে হাওরের আয়তনসহ ফসল উৎপাদন। 

আরও পড়ুন : বাগেরহাটে সন্মাননা পেলেন ৫০ জয়িতা

হারিয়ে যাচ্ছে দেশীয় মাছসহ জলজ প্রাণী। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। নদী-খাল-বিলে নিক্ষেপ করা অপরিশোধিত বর্জ্য মানুষ এর জীবন- জীবিকার উপর মারাত্মক আঘাত আনছে। অনেকে পেশা হারাচ্ছেন। চরম মানবিক সংকটে পড়েছেন হাওর কেন্দ্রিক জীবন-জীবিকা নির্বাহকারী মানুষজন।

জলবায় ন্যায্যতা ও কৃষি, মৎস্য সম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবিতে হাওরে অবস্থান কর্মসূচিতে বক্তারা একথা বলেন।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুল্লাবাজার সংলগ্ন সুতাং নদীর বাঁকে বুল্লার হাওরে ওয়াটার কিপার্স বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা, লাখাই প্রেস ক্লাব ও খোয়াই রিভার ওয়াটারকিপার এই কর্মসূচির আয়োজন করে। এতে হাওরাঞ্চলে বসবাসকারী ক্ষতিগ্রস্ত জেলে, কৃষক, মাঝিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

বাপা হবিগঞ্জের সহ-সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, গবেষক অধ্যাপক জাহান আরা খাতুন, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট রুহুল হাসান শরীফ, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নেওয়াজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলেজ শিক্ষক নাসরিন হক, এডভোকেট বিজন বিহারী দাস, ডা: আলী আহসান চৌধুরী, প্রতীক থিয়েটার সভাপতি  সুনীল বিশ্বাস, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, লাখাই প্রেসক্লাব সহ-সভাপতি আশীষ দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, মো: আতাউর রহমান, আব্দুল কাইয়ুম, আহসানুল হক সুজা, আফরোজা সিদ্দিকা, সাংবাদিক আব্দুল হালিম, মো: সাইদুর রহমান, মো: বেলু মিয়া,পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মো: আবিদুর রহমান, আমিনুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সহসভাপতি মহসিন সাদেক, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, আলী আহমেদ, কামরুল হাসান সুজন, কৃষক কাছম আলী, আব্দুল কুদ্দুছ, মশিউর রহমান, জেলে আহমেদ হোসেন প্রমুখ।

মূল বক্তব্য দেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। স্বাগত বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের নির্বাহী সদস্য ও লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: বাহার উদ্দিন।
 

এসআর

×