ছবি: সংগৃহীত।
জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, দলে একাধিক প্রার্থী হলে কিছুটা বিভেদ বিভক্তি হবে এটাই স্বাভাবিক। যারা নৌকাকে ভালোবাসে তারা সবাই এক হয়ে যাবে। দিন শেষে নৌকারই বিজয় হবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন : শরীকদের হতাশ করবে না আওয়ামী লীগ
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিকগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
মমতাজ বলেন, আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে তৃতীয়বারের মতো মনোনয়ন দিয়ে সরাসরি নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি তার প্রতি চির কৃতজ্ঞ। একই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের যারা দীর্ঘদিন ধরে আমাকে সহযোগিতা করে আসছে।
তিনি বলেন, নির্বাচনটাই একটা চ্যালেঞ্জ। প্রতিযোগিতা করে আসার মধ্যে মজা আছে। আমি মনে করি অবশ্যই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎসবমুখর পরিবেশে ২০২৪ সালে চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সব জনগণের সম্পৃক্ততা থাকবে এবং সবাই আসবে ভোট দিতে। এবারও নৌকাকেই জয়ী করবে এদেশের জনগণ।
টিএস