ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১২:১২, ২৮ নভেম্বর ২০২৩

সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

বরিশালে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাজীপাড়া সংলগ্ন সিঅ্যান্ডবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।

নিহত শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ শুভ। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস ৪৮তম ব্যাচের ছাত্র।

আরও পড়ুন : দেশের প্রকৃত জনসংখ্যা আজ জানা যাবে

শুভ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক রিয়াজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রিয়াজ মিয়া মাগুরা সদরের বাসিন্দা।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বলেন, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক আমতলার মোড়ের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি সিঅ্যান্ডবি রোড কাজিপাড়া এলাকার কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী শুভর মৃত্যু হয়। আহত হন আরও তিন যাত্রী।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) ফয়জুল করিম বলেন, ঘটনার পরপরই ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিএস

×