ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত: ১৮:৫১, ৬ নভেম্বর ২০২৩

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জমি নিয়ে সংঘর্ষ। প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার বিকাল সাড়ে ৩টা দিকে উপজেলার দাসপাড়া ইউপির ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাফেজ মাস্টারের ছেলে রুহুল আমিনের (৫৫) সাথে ছোট ভাই রেজাউলের(৫০) জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকাল ৩টার দিকে জমি ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। পরে ছোট ভাই রেজাউলের হাতে থাকা দায়ের কোপে বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হন। 
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভাগ্নে রুবেল (৩৫) রুহুলের পক্ষ নিয়ে রেজাউলকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত অবস্থায় রেজাউলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চিকিৎসক দিবা দেবনাথ বলেন, ‘নিহত রুহুলের শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম অরিচুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×