ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিলেটে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত: ২২:০৭, ৩১ অক্টোবর ২০২৩

সিলেটে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

হরতাল। ছবি: সংগৃহীত

যুবদল নেতার মৃত্যুর ঘটনার জেরে আগামীকাল বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর যুবদল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এ হরতালের ডাক দেওয়া হয়। হরতালের সমর্থনে জিন্দাবাজার এলাকায় মিছিল করেছে যুবদল।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পুলিশ হেফাজতে যুবদল কর্মী জিল্লুর রহমান নিহতের জেরে যুবদল বুধবার সিলেটে হরতাল ডেকেছে। আমরা এতে নৈতিক সমর্থন জানিয়েছি। হরতালের পাশপাশি বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে। 
 
মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে আহত হন যুবদল কর্মী জিল্লু আহমদ জিলু (৪০)। পরে দুপুর ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপি ও যুবদল নেতাদের দাবি, আহত হওয়ার পর জিল্লুকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের হেফাজতেই তার মৃত্যু হয়।


 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×