ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভৈরবে ট্রেন দুর্ঘটনা

মালবাহী ট্রেনের লোকোমাস্টার-গার্ডসহ তিনজন বরখাস্ত

প্রকাশিত: ২১:৫৪, ২৩ অক্টোবর ২০২৩

মালবাহী ট্রেনের লোকোমাস্টার-গার্ডসহ তিনজন বরখাস্ত

ট্রেন দুর্ঘটনা

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারসিন্ধুর ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেওয়া কনটেইনারবাহী ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তের পর কনটেইনারবাহী ট্রেনের লোকোমাস্টারসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে দুটি পৃথক কমিটি গঠন করেছে।

বিকেল তিনটার দিকে ভৈরবে ভয়াবহ ওই দুর্ঘটনায় এগারসিন্ধুর ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তার মধ্যে শেষের তিনটি বগি লণ্ডভণ্ড হয়। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

 

এস

সম্পর্কিত বিষয়:

×