ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সাগর মোহনায় ড্রেজারের শব্দ দূষণে ইলিশের প্রজনন বাধাগ্রস্ত 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২২:১৬, ২২ অক্টোবর ২০২৩

সাগর মোহনায় ড্রেজারের শব্দ দূষণে ইলিশের প্রজনন বাধাগ্রস্ত 

ইলিশের অভয়াশ্রম আন্দারমানিক নদীর মোহনায় ড্রেজিং

কলাপাড়ায় ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীর সাগর মোহনায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ফ্রি-স্টাইলে ড্রেজার দিয়ে বালু কাটায় মা ইলিশের চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। খোদ অভয়াশ্রমে আত্মঘাতী পরিবেশ বিনাশী এমন কর্মকা-ে এই অঞ্চলে ইলিশের প্রজনন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশের বিচরণ ও অভিপ্রায়ণ নিরাপদকরণ করার দাবি করেছেন স্থানীয় ইলিশের আড়তমালিকসহ জেলেরা। 
নিয়ম রয়েছেÑ এ সময়ে অভয়াশ্রম নিরাপদকরণসহ অবাধ প্রজননের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের প্রবৃদ্ধি অক্ষুণœ রাখতে মৎস্য নৌযানসহ সাধারণের বাণিজ্যিক ট্রলার সমুদ্র উপকূল ও মোহনায় চলাচলে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করার। সেখানে সাগর মোহনায় ডুবোচর কেটে ড্রেজার দিয়ে ফ্রি-স্টাইলে রাতদিন বালু উত্তোলনের কাজ চলছে।
রবিবার সকালে গিয়ে দেখা গেছে, একাধিক ড্রেজারে বালু উত্তোলনের কাজ চলছে। কলাপাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি নূরু মিয়া জানান, আন্ধারমানিকের সাগর মোহনায় বছরের অধিকাংশ সময় বালু কাটা হয়। এসব ড্রেজারের বিকট শব্দে মা ইলিশ অন্যত্র চলে যায়। মোহনা থেকে ফিরে যায় গভীর সাগরবক্ষে।  প্রজননকালে অন্তত বালু কাটা যেন বন্ধ রাখা হয়। কমরপুর গ্রামের জেলে নূর ইসলাম জানান, বালু কাটার ড্রেজার আসার আগে মোহনাসহ নদীতে অনেক ইলিশ পেতেন। জীবিকা চলত। এখন আর ইলিশ নাই। একই গ্রামের জেলে মতি জোমাদ্দার জানান, বালুর জাহাজ আসার আগে প্রচুর ইলিশ মিলত আন্ধারমানিক নদীতে। এখন প্রজননকাল তো দূরের কথা কোনো সময়ই ইলিশ নদীতে ঢুকতে পারে না। তার মতে, ২০-২৫টি জাহাজ রাতদিন বালু কাটছে।

ফলে চরও নদী-সাগর মোহনায় ডুবে যাচ্ছে। ইলিশের চলাচলও বন্ধ হয়ে গেছে। বেসরকারি গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এ সময় মা ইলিশ সাগর থেকে নদীতে আসে ডিম ছাড়তে। ইলিশ নীরব পরিবেশ খোঁজে। কোনো ধরনের শব্দ বা কম্পন সহ্য করতে পারে না। ফলে এ সময় ড্রেজিং বন্ধ রাখা দরকার। নইলে ইলিশের বংশ বিস্তার চরমভাবে বাধাগ্রস্ত হবে।
সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বিষয়টি ইলিশের প্রজননকালের জন্য ভয়াবহ সমস্যার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয় আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

×