ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণ, অপসারণের দাবি 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১১:০১, ৪ অক্টোবর ২০২৩

নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণ, অপসারণের দাবি 

পাকা স্থাপনা। ছবি: জনকণ্ঠ

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী দখল করে তোলা হচ্ছে পাকা স্থাপনা। পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বয়লার এলাকায় পাকা এই স্থাপনা তোলা হচ্ছে। এতে নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে। এই স্থাপনাটি স্থানীয় সচেতন মানুষ অপসারণের দাবি জানাচ্ছেন।

এমনিতেই দখল-দূষণের কারণে ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান, শফিকুল আলম বাবুল আন্ধারমানিক নদীর তীরসহ পানির প্রবাহ এলাকা দখলদারদের এসব স্থাপনা উচ্ছেদ করে নদী রক্ষার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। 

স্থানীয় পরিবেশ কর্মীরাও এটি অপসারণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 এসআর

×