ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

এক পাঙ্গাসের দাম ১০ হাজার টাকা

সংবাদদাতা, তালতলী, বরগুনা

প্রকাশিত: ১৫:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩

এক পাঙ্গাসের দাম ১০ হাজার টাকা

পাঙ্গাস মাছ

বরগুনার তালতলীর পায়রা নদীতে সালাম তালুকদার নামের এক জেলের জালে ১৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। পরে তিনি মাছটি তালতলী মাছ বাজারের আড়তদার আল আমিনের কাছে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

শুক্রবার(২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে পায়রা নদীতে জেলে সালাম তালুকদারের জালে মাছটি ধরা পড়ে। 

জানা যায়, উপজেলার পায়রা নদীতে জাল বেয়েই আমার ৫ জনের সংসার চলছে সালাম তালুকদারের। এখন নদীতে ইলিশের পাশাপাশি বড় বড় পাঙ্গাস মাছও ধরা পড়ছে। তবে অন্যান্য দিনে ধরা পড়া পাঙ্গাসের সাইজের তুলনায় এই মাছটি অনেক বড় ছিল। এটি ভালো দামে বিক্রি করতে পেরে খুশি তিনি।

মাছটির ক্রেতা আল আমিন হাওলাদার বলেন, আড়তে প্রতিদিনই ইলিশ, পাঙ্গাস, আইর, বাঘাআইর, পোয়া, চিংড়ি ও রিডাসহ নানা প্রজাতির মাছ নিয়ে আসেন জেলেরা। আমি সবসময়ই বড় সাইজের মাছগুলো কিনে থাকি। এবার ১৩ কেজি ওজনের পাঙ্গাসটি প্রতি কেজি ৮০০ টাকা করে ১০ হাজার ৪০০ টাকা দিয়ে কিনেছি। মাছটি আমি আরও ভালো দামে বিক্রির চেষ্টা করবো। 
 

এসআর

×