ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

যমুনার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ দাবি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ও সংবাদদাতা ইসলামপুর

প্রকাশিত: ২২:২২, ২৭ সেপ্টেম্বর ২০২৩

যমুনার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ দাবি

যমুনার ভাঙন রোধে ইসলামপুরের কাঠমায় গ্রামবাসীর মানববন্ধন

ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামে যমুনা নদীর ভাঙন রোধে মানববন্ধন করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বুধবার দুপুরে ভাঙনকবলিত কাঠমা গ্রামের যমুনা নদীতীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন কাঠমা মাদ্রাসার সুপার ফজলুল হক, প্রধান শিক্ষক আব্দুল্লাহ, শিক্ষক ইদ্রিস, জহুরুল ইসলাম,   বদিউজ্জামান, মো. রেজাউল করিম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কাঠমা এলাকার মানুষের ফসলি জমি ও ঘরবাড়ি যমুনার অব্যাহত ভাঙনে নদীতে বিলীন হচ্ছে। এখন ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে।

ইতোমধ্যে অর্ধশতাধিক মানুষের বসতবাড়ি নদীর করালগ্রাসে বিলীন হয়েছে। জরুরি ভিত্তিতে কাঠমা এলাকায় যমুনার ভাঙন রোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তিন হাজার ভোটার অধ্যুষিত কাঠমা গ্রামের মানুষের ঘড়বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা যমুনাগর্ভে চলে যাবে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় এমপি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

×