পটুয়াখালী জেলা।
পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক কুপিয়ে জখমের পর হালিম হাওলাদার (৪৫) নামে এক যুবকের ডান হাতের রগ কেটে দিয়েছে চার-পাঁচজনের একদল সশস্ত্র সন্ত্রাসী।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯ টার পর আলীপুরের একটি রেস্তরায় সন্ত্রাসী হামলা ঘটেছে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল এ ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে হালিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আরও পড়ুন :বেতন পাওয়া নিয়ে শঙ্কায় সাড়ে ১২ হাজার শিক্ষক!
আহত হালিম জানায়, সন্ত্রাসী সুমন হাওলাদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। জমি নিয়ে বিরোধের জেরে হালিমের চাচা সুমন সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলা চালায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদাউস আলম খান জানান, আহত হালিমের সাথে তার চাচা সুমনের দীর্ঘদিনের বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করে আহত ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন। এ হামলায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এম হাসান