গোলাম মাওলা।
ভোলার দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক সহকারি অধ্যাপক গোলাম মাওলা নামাজ পড়া অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) পশু হাসপাতাল মোড় জামে মসজিদে আছরের নামাজ পড়া অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা যায়, আছরের নামাজ আদায় করতে মো. গোলাম মাওলা মসজিদে যান। দু’রাকাত নামাজ পড়া অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে মুসল্লিরা দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৌলতখান পৌরসভা ৭ নং ওয়ার্ডে বসবাস করতেন। তবে তার গ্রামের বাড়ি বড়গুনা।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ারুল ইসলাম, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন, কাউন্সিলর মোসলে উদ্দিন সহ তার সহকর্মীরা।
এম হাসান