ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

‘আমারে দাওয়াত দিছস, ব্যানারে নাম দিস নাই কেন’ 

প্রকাশিত: ১৫:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩

‘আমারে দাওয়াত দিছস, ব্যানারে নাম দিস নাই কেন’ 

ছবি: সংগৃহীত।

ফেনীর ফুলগাজীতে নিজের নাম না থাকায় মঞ্চে লাগানো এমপির ব্যানার ছিঁড়ে ফেললেন উপজেলা চেয়ারম্যান। 

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমজাদহাটে নোয়াজ ফয়েজুন্নেছা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন :মাদারীপুরে ৭ বছরেই নতুন স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণা

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ফয়েজুন্নেছা ইসলামিয়া দাখিল মাদরাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার। মঞ্চে লাগানো ব্যানারে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারের নাম সম্বলিত ব্যানার দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। এক পর্যায়ে তার লোকজন সে ব্যানার খুলে ফেলেন। পরে ব্যানার ছাড়া ওই ভবন উদ্বোধন করেন এমপি শিরিন আক্তার।

এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার উত্তেজিত হয়ে বলেন, ‘তোরা আমারে দাওয়াত দিছস্, ব্যানারে নাম দিস নাই কেন’।

এ বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম মজুমদার বুলবুল গণমাধ্যমকে জানান, অনাকাঙ্ক্ষিতভাবে ব্যানারে উপজেলা চেয়ারম্যানের নাম দেওয়া হয়নি। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

মাদরাসা সুপার জয়নাল আবেদীন বলেন, আমাদের ভুল হয়েছে। এ ধরনের ভুল আর হবে না।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, উপজেলা চেয়ারম্যানের নাম না থাকায় ব্যানার খুলে ফেলা হয়।

টিএস

×