ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল ছাত্রের

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৫:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল ছাত্রের

জাহিদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ (১৪) নামে এক নবম শ্রেণির স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন :‌‌‌‌‘শিল্পী মমতাজের জেলে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র’

নিহত জাহিদ একই এলাকার তফাজ্জল হোসেনের ছেলে। সে বলদী ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। 

ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী স্বদেশ বন্ধু সরকার ঘটনাটি নিশ্চিত করে তিনি বলেন জাহিদ সকালে নিজ বাড়ীর আঙ্গিনায় সাজনি গাছের ডাল কাটার সময় গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন জাহিদকে দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মৌসুমি আক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

প্রধান শিক্ষক শ্রী স্বদেশ বন্ধু সরকার আরও বলেন, জাহিদ বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে স্কুলের ছাত্র শিক্ষক এবং এলাকাবাসী আমরা সবাই শোকাহত।

এসআর

×