ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

২০ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ২০:২৮, ৮ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ২০:৩১, ৮ সেপ্টেম্বর ২০২৩

২০ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আসামি আব্দুল হামিদ।

নওগাঁ জেলার আত্রাই থানার রতন মিয়া হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদকে ২০ বছর পর ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। 

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে র‌্যাব-৪, সিপিসি-২ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, ২০০৪ সালের ১৬ মে নওগাঁর আত্রাইয়ের সাহেবগঞ্জ এলাকায় রতন মিয়াকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় আব্দুল হামিদসহ তার সহযোগীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ২০১০ সালে আদালত হামিদের বিরুদ্ধে মৃত্যুদন্ডে দন্ডিত করার রায় ঘোষণা করে। পরে বৃহস্পতিবার সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, হত্যাকান্ডের ঘটনার পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে পরিচয় পরিবর্তন করে বসবাস করে আসছিল। 

 

এমএম

×