পোনা মাছ ।
দেশের মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত চলনবিল। পাবনার চাটমোহরসহ বৃহত্তম চলনবিলে অনেক আগেই বর্ষার নতুন পানিতে নদী নালা, মাঠ ঘাট ভরে উঠছে। বর্ষার পানিতে বিল ও নদী নালায় পোনা মাছ ধরতে নেমেছে জেলেরা।
নিষিদ্ধ চায়না দুয়ারী সহ বিভিন্ন জাল দিয়ে অবাধে মাছ শিকার করছে তারা। পোনা মাছ নিধন বন্ধে এখনই স্থানীয় প্রশাসন পদক্ষেপ না নিলে আগামী দিনে চলনবিলে মিঠা পানির মাছ উৎপাদনে বড় ধরনের সংকটের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:বাবার মরদেহ রেখেই এইচএসসি পরীক্ষা দিলেন ছেলে
অসাধু জেলেরা বিলের বিভিন্ন পয়েন্টে চায়না দুয়ারী, কারেন্ট জাল ও বাদাই সহ মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে দিন রাত পোনা মাছ শিকার করে হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি করছে। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে মিঠা পানির সুস্বাদু মাছ।
বর্ষা শুরু হলেই চলনবিলের মাছগুলো ডিম ফুটাতে থাকে। এই সময়টাতে মাছ ধরা একেবারেই নিষিদ্ধ। কিন্তু বিলে পানি আসার সঙ্গে সঙ্গে মাছ শিকারে নেমে পড়ে এলাকার লোকজন ও অসাধু মৎস্যজীবীরা। সয়লাব হচ্ছে ছোট ছোট পোনা মাছ। বিভিন্ন হাট বাজার, মাছের আড়তে দেখা গেছে রুই, কাতল, বোয়াল সহ বিভিন্ন দেশীয় প্রজাতির পোনা মাছ বিক্রি হচ্ছে।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, বর্ষা শুরু হলেই চলনবিলের মাছগুলো ডিম ফুটাতে থাকে। বিলে বর্তমানে ডিম ফুটে ছোট ছোট পোনা আকার ধারণ করেছে। এই পোনা মাছ ধরা নিষিদ্ধ। এলাকার লোকজন ও অসাধু মৎস্যজীবীরা চায়না দুয়ারী, কারেন্ট ও বাদাই জাল দিয়ে অবাধে পোনা মাছ ধ্বংস করছে।
ওই সকল জালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ ওই সকল জালের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
এসআর