জেলা ভূমিহীন সমিতি এবং নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির মানববন্ধন
অবৈধ দখলকৃত সরকারি জমি উদ্ধার করে উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন ও মেডিক্যাল কলেজ হাসপাতালে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং জেলা ভুমিহীন সমিতির যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মলিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহসভাপতি শেখ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, হায়দার আলী প্রমুখ।