ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ জন নিহত

প্রকাশিত: ১৪:৫৯, ২১ আগস্ট ২০২৩; আপডেট: ১৫:০৮, ২১ আগস্ট ২০২৩

আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ জন যাত্রী নিহত হয়েছেন। 

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সোহাগপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) এবং একই গ্রামের মো. নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮)। বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

জানা যায়, সোহাগপুর বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী সিএনজি দাঁড়ানো ছিল। ঢাকামুখী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। 

আরও পরুন:‘আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না, ষড়যন্ত্রের শিকার হই’

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এম হাসান

×