ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ১৯:০১, ১২ জুলাই ২০২৩; আপডেট: ১৯:০২, ১২ জুলাই ২০২৩

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 

মানচিত্র

গাইবান্ধার পলাশবাড়ীতে স‍্যালো মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। 

বুধবার (১২ জুলাই)সকাল ১১ টায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর (মুন্সিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রাখু (৩০)ওই গ্রামের মৃত মগবুলের ছেলে। ঘটনার পর বিক্ষুপ্ত এলাকাবাসী ছোট ভাই আকুল(২৬)কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,নেশার টাকা জোগাতে বড় ভাই রাখুর স‍্যালো মেশিন দুদিন আগে চুরি করে বিক্রি করে ছোট ভাই আকুল। বুধবার (১২ জুলাই )সকালে এ কথা প্রকাশ হলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আকুল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা  ক‍াঁচি বড় ভাই রাখুর পেটে ঢুকিয়ে দেয়। এসময় পরিবারের লোকজন রাখুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব‍্যবস্থা গ্রহণ হবে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×