ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পায়রায় কয়লা নিয়ে ভিড়ল আরও একটি জাহাজ 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া

প্রকাশিত: ২১:১৬, ৯ জুলাই ২০২৩

পায়রায় কয়লা নিয়ে ভিড়ল আরও একটি জাহাজ 

কয়লাবাহী জাহাজ।

৩৭ হাজার ৬৫০ মেট্রিকটন কয়লা নিয়ে বিদেশি জাহাজ এমভি ‘ওয়াই এম সামিট’ পায়রা বন্দরের ইনার এ্যঙ্কোরেজে ভিড়েছে। মার্শাল আয়ল্যাান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে এসেছে।

রবিবার (৯ জুলাই) বিকালে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ইনার এ্যঙ্কোরেজে ভিড়েছে। ৯ দশমিক ৫০ মিটার গভীরতার ১৯৯ দশমিক ৯০ মিটার দীর্ঘ ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এ জাহাজটি আজ সকালে আউটার এ্যঙ্কোরেজে ভিড়ে। পরে বিকেলে ইনারে নিয়ে আসা হয়। 

লাইটারিং শেষে আগামীকাল সোমবার সকালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে। পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, টানা ২০দিন উৎপাদন বন্ধ থাকার পরে গত ২৩ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ‘এ্যাথেনা’ জাহাজ পায়রা বন্দরে আসে। ওই কয়লা খালাশের পর ২৫ জুন থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট চালু হয়। এরপরে ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজ ‘প্যাভো ব্রেভ’ পায়রা বন্দরে আসে। ৬ জুলাই আসে ৩৬ হাজার ৬০০ মেট্রিকটন কয়লাবাহী জাহাজ এমভি জাডোর।

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×