জাহাজ
তৃতীয় দফায় পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিকটন কয়লা নিয়ে আরও একটি বিদেশি জাহাজ এমভি জাডোর পায়রা বন্দরে পৌছেছে। বুধবার বিকালে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙ্গরে ভিড়েছে।
৯ দশমিক ৬৪ মিটার গভীরতার ১৮৯ দশমিক ৯৯ মিটার দীর্ঘ ও ৩২ দশমিক ২৫ মিটার প্রস্থের এ জাহাজটি বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চ্যানেলের ইনার এঙ্কোরেজে নিয়ে আসা হয়।
সেখান লাইটারিং শেষে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান।
পানামার পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর ছেড়ে এসেছে।
টানা ২০ দিন উৎপাদন বন্ধ থাকার পরে গত ২৩ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ‘এ্যাথেনা’ জাহাজ পায়রা বন্দরে আসে। ওই কয়লা খালাশের পর ২৫ জুন থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট চালু হয়।
এরপর ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজ ‘প্যাভো ব্রেভ’ পায়রা বন্দরে আসে।
এসআর