ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মহাসড়কের পাশ থেকে মাসহ নবজাতক উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর

প্রকাশিত: ২১:৪৭, ৫ জুলাই ২০২৩

মহাসড়কের পাশ থেকে মাসহ নবজাতক উদ্ধার 

মানচিত্র

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নবজাতকের মাকেও  খুঁজে বের করে হাসপাতালে ভর্তি করা হয়। এ মানবিক কাজে সহযোগিতা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন।

বুধবার (৫ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (মির্জাপুর পুরাতন অংশ)  যমুনা ক্লিকের পাশে স্থানীয়রা একটি ফুটফুটে মেয়ে নবজাতককে দেখতে পায়। পরে তারা নবজাতকটিকে উদ্ধার করে মির্জাপুর ইউএনও অফিসে নিয়ে যান। ইউএনও শাকিলা বিনতে মতিন বিষয়টি জানতে পেয়ে দ্রুত নবজাতকটিকে কুমুদিনী হাসপাতালে ভতির ব্যবস্থা করেন। পরে নবজাতকের মাকে খুঁজে বের করে তাকেও কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। 

এদের দেখবাল করার জন্য ইউএনও উপজেলা সমাজ সেবা অফিসার খাইরুল ইসলামকে নির্দেশ দেন। নবজাতকের মা নিজের নাম জিদলী ও তাঁর বাড়ি বরিশাল বলে জানিয়েছে সমাজ সেবা অফিসার স্থানীয় সাংবাদিকদের জানান। জিদলী মানসিকভাবে ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

হাসপাতালে এ বিষয়ে কথা হলে শাকিলা বিনতে মতিন বলেন, নবজাতকের মা’র পরিচয় খোঁজার চেষ্টা চলছে। পরিচয় না পেলে আইনীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×