ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিবপুরে হামলায় আহত ছাত্রদল নেতা অপি, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ১৯:৫২, ১ জুলাই ২০২৩; আপডেট: ২০:৩৯, ১ জুলাই ২০২৩

শিবপুরে হামলায় আহত ছাত্রদল নেতা অপি, গ্রেফতার ৪

আহত অপি

শিবপুর উপজেলার শিবপুর পশ্চিম পাড়ার ভূমিদস্যু সেলিমের রামদা এর  আঘাতে রক্তাক্ত জখম হয়েছে ছাত্রদল নেতা অপি। এসময় সেলিম আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। 

সেলিম ভুঁইয়া শিবপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু। সেলিম  ছাত্রদল নেতা অপি পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। এই চাঁদার টাকা না পাওয়ায় সেলিম তার বাড়ি সংলগ্ন  তাদের জমি দখলের পায়তারা করছে। জমি দখলে  বাধা দিলে  সেলিম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে  অপি উপর হামলা করে। 

এ সময় সেলিমের ধারালো রামদায়ের আঘাতে অপি গুরুতরা হয়। এ সময় এলাকাবাসী সেলিম বাহিনীকে প্রতিহত করে এবং  সেলিমের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এলাকাবাসী অপিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে৷

এ ঘটনায় পুলিশ সেলিমকে অস্ত্রসহ গ্রেফতার করে এবং এ সময় তার সহযোগী আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে
এ ঘটনায়  এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরজগ করছে। 

এ ব্যাপারে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার এর সাথে বারবার মোবাইল ফোনের যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি৷ 

এমএস

সম্পর্কিত বিষয়:

×