ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বজ্রপাতে ধসে পড়লো সেমিপাকা ঘর

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৯:৩৫, ১৯ জুন ২০২৩

বজ্রপাতে ধসে পড়লো সেমিপাকা ঘর

ধসে পড়া সেমিপাকা ঘর

বজ্রপাতে চট্টগ্রামের পটিয়ায় একটি সেমিপাকা ঘর ধসে পড়েছে। 

সোমবার বেলা ৩টার দিকে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের ছানা উল্লাহর বাড়ির আবুল কালামের বসতঘর ধসে পড়েছে। তবে কেউ হতাহত হয়নি। 

জানা গেছে, সোমবার বেলা ৩টার দিকে ভারী বর্ষণের সাথে হঠাৎ বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত আবুল কালামের বসতঘরে আছঁড়ে পড়ে। এসময় বৈদ্যুতিক মিটার ভেঙে যায় এবং সেমিপাকা বসতঘরের একটি বড় দেয়াল ধসে পড়ে। 

ঘটনার সময় আবুল কালামের স্ত্রী মিনুয়ারা বেগম গোয়াল ঘরে কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে সেমিপাকা ঘরের সামনের অংশ ধসে পড়ে। 

পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বজ্রপাতে তার ছোট বোনের একটি সেমিপাকা ঘর ধসে পড়েছে। ঘটনার সময় কেউ ঘরে ছিল না। 
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×