ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

প্রকাশিত: ১৮:১৬, ৮ জুন ২০২৩

মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ করেছেন বিভিন্ন ক্যাম্পে বসবাসরত হাজার হাজার রোহিঙ্গা। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার দিকে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গারা এসে উখিয়ার কুতুপালং ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে জড়ো হন।

ক্যাম্পের চার মোয়া নামক স্থানে আয়োজিত এ সমাবেশে অংশ নেন প্রায় ১০ হাজার রোহিঙ্গা। এ সময় তারা দেশে ফেরার আকুতি জানিয়ে রোহিঙ্গা তারানার (গান) মাধ্যমে সমাবেশ শুরু করেন।

সমাবেশে রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দউল্লাহ বলেন, মিয়ানমার আমাদের দেশ, অনতিবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আন্তর্জাতিক কমিউনিটিকে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে।

তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না আমরা দেশে ফিরে যাই। আমরা তাদের অনুরোধ করছি, দয়া করে প্রত্যাবাসনে বাধা দেবেন না।


 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×