ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

‘পাঠাও’ চালকের লাশ তুরাগ থেকে উদ্ধার 

স্টাফ রিপোর্টার, গাজীপুর 

প্রকাশিত: ২০:২১, ৭ জুন ২০২৩

‘পাঠাও’ চালকের লাশ তুরাগ থেকে উদ্ধার 

নিখোঁজ পাঠাও চালকের লাশ

গাজীপুর থেকে নিখোঁজের পরদিন ‘পাঠাও’ চালক এক কিশোরের লাশ তুরাগ নদীর আশুলিয়া হতে উদ্ধার করেছে পুলিশ। পূর্ব বিরোধের জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়ার অভিযোগ করছেন নিহতের পরিবার। বুধবার এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

নিহতের নাম- মোঃ রিফাত (২০)। সে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এরশাদ নগরের ২নং ব্লকের মোঃ ফারুকের ছেলে। 

নিহতের পরিবার জানায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এরশাদ নগরের ২নং ব্লকের বাসায় থেকে কিশোর রিফাত ‘পাঠাও’ এর মোটর সাইকেল চালাতো। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বাসা থেকে ডেকে নিয়ে মোটর সাইকেল যোগে পাঠাও যায় একই ব্লকের আব্দুর রশিদের ছেলে তাইজুলছে কাজল (৩২) ও খোকন ওরফে খোকার ছেলে সোহাগ (৩৫)। এরপর নিখোঁজ হয় রিফাত। রাতে বাসায় ফিরে না আসায় রিফাতের সন্ধানে স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। ওই দুই যুবকের কাছে রিফাতের খোঁজ জানতে চাইলে তারা নানা তালবাহানা করতে থাকে। 

জিএমপি’র গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ জিপিএস ট্র্যাকিং করে রাত দেড়টার দিকে রিফাতের ব্যবহৃত মোটরসাইকেলটি তুরাগ নদীর স্থানীয় পলাশোনা খেয়াঘাট এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে গাছা থানা পুলিশের সহায়তায় টঙ্গী নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিফাতের খোঁজে তুরাগ নদীতে ও আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির এক পর্যায়ে পরদিন (মঙ্গলবার) বিকেলে ওই নদীর ভাটিতে আশুলিয়া থানার রৌদ্রপুর এলাকা হতে রিফাতের ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনের গেঞ্জি ছেঁড়া ছিল ও নাক দিয়ে রক্ত ঝরছিল। ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুধবার ওই দুই যুবকের বিরুদ্ধে রিফাতকে হত্যার পর গুম করার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুও সঠিক কারণ জানাযাবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×