ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

প্রকাশিত: ১৬:০০, ৫ জুন ২০২৩

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৫ জুন) ভোরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত বশির আহম্মদ (১৯) আরসা নেতা সামি উদ্দিন গ্রুপের সদস্য বলে রোহিঙ্গারা জানিয়েছেন। সে ওই ক্যাম্পের মৃত রহমত উল্যাহর ছেলে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ভোরে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী বশিরকে গলায় গুলি করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি জানান। 
 

এমএইচ

×