ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মহিলা নেত্রীকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ০০:৪১, ৪ জুন ২০২৩

মহিলা নেত্রীকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

ভূমিদস্যু চাঁদাবাজিসহ হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরকারী লেডি মাস্তান শ্যামলী আক্তারের শাস্তির দাবিতে মানববন্ধন

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় দিয়ে ভূমিদস্যু-চাঁদাবাজিসহ বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরকারী লেডি মস্তান শ্যামলী আক্তারের শাস্তির দাবিতে শনিবার পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে এক মানববন্ধন ও সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ১২টি সামাজিক-পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ-সদস্য ছাড়াও পৌর এলাকার প্রায় দু’হাজার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান ম-ল, শ্রমিক নেতা সুরুজ হক লিটন, ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে হানি বেগম, রিনা বেগম, আব্দুর রাজ্জাক, ফরহাদ মিয়া, শেখ তোতা, মামুন মিয়া, ইসলাম গণি মন্টু প্রমুখ।

×