ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মীরসরাইয়ে ঝুঁকিপূর্ণ সেতুতে পারাপার, দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:২৮, ২ জুন ২০২৩

মীরসরাইয়ে ঝুঁকিপূর্ণ সেতুতে পারাপার, দুর্ঘটনার আশঙ্কা

কাটাছরায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার হচ্ছে যানবাহন

মীরসরাইয়ের কাটাছরা ইউনিয়নের ইস্টার্ণ সার্কুলার সড়কে কাটাছরা-দুর্গাপুর খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে শত শত যানবাহনসহ দুই ইউনিয়নের হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এতে করে যে কোনো মুহূর্তে দুই ইউনিয়নের যোগাযোগ রক্ষাকারী এ সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া কাটাছরা ইউনিয়নের ৫টি ঝুঁকিপূর্ণ সেতুসহ আধা কিলোমিটার ইস্টার্ন সার্কুলার সড়কটির ইট খোয়া উঠে গিয়ে যানচলাচলসহ জনচলাচল ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কাটাছরা ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের সীমান্তে পূর্ব কাটাছরা গ্রামে ২৮ বছর আগে নির্মিত প্রায় ৪০ ফুট দীর্ঘ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। সেতুর উপরের অংশ ও সাইড ওয়াল ভেঙে দেবে গেছে। 
স্থানীয় মো. মোশারফ হোসেন ও মাওলানা মো. শাহ আলম জানান, গত কয়েক বছর ধরে এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুটি। যানবাহনসহ কাটাছরা ও দুর্গাপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করায় সেতুটি ভেঙে পড়ে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। অথচ সেতুটি পুনর্নির্মাণে সংশ্লিষ্ট প্রশাসন কার্যত  কোনো পদক্ষেপ নেয়নি।
পিকআপ চালক সালাউদ্দিন বলেন, এই সেতু দিয়ে মালামাল নিয়ে যাতায়াত করা খুব কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। এখানে ইতোমধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ইস্টার্ন সার্কুলার সড়কে কাটাছরা-দুর্গাপুর খালের ওপর নির্মিত সেতুটিসহ এই ইউনিয়নের ৫টি ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার বা পুনর্নির্মাণের জন্য বারবার আবেদন করেও কাজ হয়নি। এ বিষয়ে এলজিইডির মীরসরাই উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ সেতুটি আগামী ২০২৩-২৪ অর্থবছরে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় সংস্কারের জন্য প্রস্তাবনা দেওয়া হবে। অর্থ বরাদ্দ পেলেই সেতুর কাজ করা হবে।

×