ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ 

প্রকাশিত: ২০:০১, ২৭ মে ২০২৩

সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

বজ্রপাত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদরাসা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের বটতলা এলাকার মোসলেম সরদার ছেলে মো. জুম্মন (৪৫) ও শাহজাহানের ছেলে কাউসার (৫০)। তারা সম্পর্কে দুই বন্ধু ও অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শী আসলাম ভুইয়া জানান, জোহরের নামাজ শেষে দেখি নিহতরা একজন নারীসহ তিনজন দেলোয়ারের লাকড়ির দোকানে দাঁড়িয়ে আছে। এ সময় ওই নারী বাসে করে চলে যায়। এর মধ্যেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তারা দুই জন দোকানের মাঝে শুয়ে পরে। দৌঁড়ে এসে দেখি দুই জনই মারা গেছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক জানান, আমরা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। দুই ব্যক্তি বজ্রাপাতে মারা গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×