ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

উপহারের ২০ইঞ্জিনের ৪ টি ইঞ্জিন এখন ঈশ্বরদীতে

স্টাফ রিপোর্টার ,ঈশ্বরদী 

প্রকাশিত: ১৯:০০, ২৪ মে ২০২৩

উপহারের ২০ইঞ্জিনের ৪ টি ইঞ্জিন এখন ঈশ্বরদীতে

উপহারের ইঞ্জিন

বাংলাদেশ রেলের যাত্রীসেবার মান ও মালামাল পরিবহণের সুবিধা বৃদ্ধি করতে এবং দু’দেশের বন্ধুত্বের অবস্থান আরও মজবুত করতে  ভারত সরকারের দেওয়া বিশটি লোকো মোটিভ (ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছছে।

রেলের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকো আশিষ কুমার মন্ডলের দেওয়া তথ্যসুত্রে জানাগেছে। বুধবার বেলা একটায় চারটি ইঞ্জিন ঈশ্বরদী লোকোসেডে এসে পৌঁছেছে। বাকি ১৬ টি ইঞ্জিন দর্শনাতে রাখা হয়েছে। এই ২০ টি ইঞ্জন দিয়ে দেশে ৬৫ সিরিজের মোট ইঞ্জিন হলো ৫৬ টি। ঈশ্বরদী  লোকোসেডে আনা ৪ টি ইঞ্জিন প্রাথমিক পরীক্ষানিরিক্ষা শেষে সৈয়দপুর ক্যালোকোতে পাঠানো হবে। সেখান থেকে প্রত্যেকটি ইঞ্জিনকে ফিট দিয়ে পশ্চিমাঞ্চল রেলের প্রয়োজনীয় বিভিন্ন স্থানে পাঠানো হবে। একইভাবে দর্শনায় রাখা ১৬ টি ইঞ্জিনও ঈশ্বরদী লোকোসেডে পর্যায়ক্রমে আনার পর একইভাবে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সৈয়দপুর ক্যালোকোতে পাঠানো হবে।

রেলের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকো আশিষ কুমার মন্ডলের দেওয়া তথ্যসুত্রে  জানাগেছে। 

প্রয়োজনমতে,নতুন ট্রেন,মালবাহী ট্রেন ও অন্যান্য যাত্রীবাহী ট্রেনে কাজে লাগানো হবে।  এদিকে এসব ইঞ্জিন ভারত সরকারের পক্ষ থেকে উপহার দেওয়ায় বাংলাদেশ রেলের স্বল্প সময়ের মধ্যে ইঞ্জিন সংকটে পড়ে কোন যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন পরিবহণে কোন সংকট সৃষ্টি হবেনা বরে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। একই সাথে তারা ভারতের রেল মন্ত্রনালয়কেও অভিনন্দন জানিয়েছেন। বুধবার দুপুরে ভারতীয় ইঞ্জিন চারটি ঈশ^রদীতে প্রবেশের সময় উৎসুক জনতা আগ্রহের সাথে রাস্তায় দাঁড়িয়ে দেখে আনন্দ উপভোগ করেন। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×