ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্কুল ছাত্রী ধর্ষিত মাদরাসা শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী 

প্রকাশিত: ১৭:৫৩, ২৩ মে ২০২৩

স্কুল ছাত্রী ধর্ষিত মাদরাসা শিক্ষক গ্রেফতার

মাদরাসা শিক্ষক গ্রেফতার

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ী গ্রামে ১২ বছর বয়স্ক স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই অভিযোগে সোমবার (২২ মে) রাতে চাপাছড়ী দারুল উলুম হামিদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মো. আব্দুর রহমান(২০) কে পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষক শিক্ষক কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং নুরানীগঞ্জ এলাকার নুরুল কাদেরের ছেলে। 

মঙ্গলবার (২৩ মে) দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। ধর্ষিতার মামা মো. এমরান বাদি হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মামলার বাদি  ধর্ষিতার মামা মো. এমরান বলেন, ধর্ষিতার বাবা মারা গেছে , মা গৃহিনী। খুবই দরিদ্র। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। গত রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি পরিত্যক্ত দোকানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে উক্ত মাদরাসা শিক্ষক। এর পর সোমবার মামলার পর পুলিশ রাতে তাকে গ্রেফতার করেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ধর্ষক মাদরাসা শিক্ষককে  আদালতে সোর্পদ করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×