ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খড় আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী 

প্রকাশিত: ১৬:৪৫, ২৩ মে ২০২৩

খড় আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

বজ্রপাতে নারীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় জমি থেকে খড় সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতের আঘাতে শামসুন্নাহার বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর এলাকায় এ দুর্ঘটনার ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর ইউপি সদস্য জালাল উদ্দিন। নিহত শামসুন্নাহার ওই এলাকার মোমরাজ মিয়ার স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সকালে খড়ের গাদা তৈরী করার জন্য বাড়ির পাশের একটি জমি থেকে খড় আনতে যান শামসুন্নাহার। এ সময় বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়। পরে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে শামসুন্নাহারের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এদিকে দুপুরে খবর পেয়ে রায়পুরা থানার এসআই ফয়সাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

শ্রীনগর ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, খড় আনতে বাড়ির পাশে জমিতে গিয়েছিলেন শামসুন্নাহার। এ সময় বজ্রপাতের সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। ঘটনাটি দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×