ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সোনারগাঁয়ে মদ ও ইয়াবাসহ ৪  মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২১:২১, ২১ মে ২০২৩

সোনারগাঁয়ে মদ ও ইয়াবাসহ ৪  মাদক কারবারি গ্রেপ্তার

মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ের পৃথক স্থানে অভিযান চালিয়ে মদ ও ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

শনিবার রাতে ও রবিাবর সকালে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানীর নেতৃত্বে এএসআই শাহিন আলম ও  ইলিয়াসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জামপুর ইউয়িনের আমবাগ ফকির ফ্যাশনের সামনে থেকে ৬ বোতল বিদেশী মদ ও নোয়াগাও ইউনিয়নের শেখকান্দি গ্রামের সাদেক মিয়ার বসত ঘর থেকে  দুই হাজার পিচ ইয়াবা টেবলেটসহ ৪জন মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার আমবাগ গ্রামের জলিলের ছেলে মোবারক, একই এলাকার তাহের দেওয়ানের মেয়ের জামাই হাছানকে ৬ বোতল বিদেশী মদ ও কক্সবাজার জেলার টেকনাফ থানার জিম্নান খালি গ্রামের রাজিয়া সুলতানা,  সোনারগাঁয়ে থানার সেককান্দি গ্রামের মোতালিবের ছেলে সাদেক কে দুই হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে রবিবার দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। 

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪জন মাদক কারবারিকে আটক করা হয়। 
 
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×