ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গোসল করে বাড়ি ফেরা হলো না তিন সন্তানের জননীর

নিজস্ব সংবাদদাতা, জামালপুর 

প্রকাশিত: ১৮:৫৯, ২১ মে ২০২৩

গোসল করে বাড়ি ফেরা হলো না তিন সন্তানের জননীর

বজ্রপাত

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

রবিবার বিকেলে উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ এলাকায় এ ঘটনা ঘটে। 

তিনি ওই গ্রামের ফুলু মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, মোর্শেদা বেগম রবিবার বেলা ৩টার দিকে তাদের বাড়ির পাশে আগারী সেতু সংলগ্ন যমুনার শাখা নদীতে গোসল করে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রবৃষ্টি হচ্ছিল। পথে আকস্মিক তার ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় উদ্ধার কারে তাকে বাড়িতে নিয়ে যায়। 

তিনি তিন সন্তানের জননী। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ইসলামপুর থানার চিনাডুলি বিট পুলিশিং এলাকার উপ-পরিদর্শক (এসআই) তারেক আহমেদ জনকণ্ঠকে বলেন, চিনাডুলিতে বজ্রপাতে মোর্শেদা বেগম নামের একজন নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  
 
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×