ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গৃহবধূকে ছিনিয়ে নিতে গিয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

সংবাদদাতা, মোরেলগঞ্জ, বাগেরহাট 

প্রকাশিত: ২০:৫৭, ১৫ মে ২০২৩

গৃহবধূকে ছিনিয়ে নিতে গিয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

আটক কিশোর গ্যাংয়ের সদস্য 

বাগেরহাটের রামপাল উপজেলার ৪ কিশোর তাদের এক বন্ধুর স্ত্রীকে ছিনিয়ে নিতে গিয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছেন। কিশোরে গ্যাংয়ের চার সদস্য হচ্ছেন, রামপাল উপজেলার আদাঘাটা গ্রামের সাগর শেখের ছেলে সাওন রহমান সান (১৮), জাহিদ সানার ছেলে ইদি সানা (১৭), ফরহাদ শেখের ছেলে নাজমুল শেখ(১৭) ও চুলকাঠি গ্রামের সেলিম শেখের ছেলে ইমন শেখ (১৭)। 

সোমবার বিকেলে দিকে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ এদেরকে আটক করে। 

আটক কিশোরদের নিকট থেকে একটি খেলনা পিস্তল, লোহার পাইপ, ৪টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আটক কিশোর গ্যাং নেতা সাওন রহমান সান বলেন, 'তাদের এক বন্ধুর স্ত্রীকে মোরেলগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে। বন্ধুর সেই স্ত্রীকে তুলে নেওয়ার জন্য তারা ৪ জন মোটরসাইকেলে করে মোরেলগঞ্জে গিয়েছিল। 

কিন্তু, সেই বাড়িতে যাওয়ার আগেই তারা ধরা পড়ে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×